গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবীতে কানাইঘাটে মিছিল সমাবেশ

BenQ Corporationকানাইঘাট প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে বেসামরিক নিরীহ জনগণের উপর হানাদার ইসরাইল কর্তৃক নির্বিচারে বোমা-মিসাইল-রকেট হামলা ও গণহত্যা বন্ধের দাবীতে ফিলিস্তিন সংহতি পরিষদ ও সচেতন কানাইঘাটবাসীর ব্যানারে গতকাল বুধবার বাদ আসর কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর কানাইঘাট বাজার জামে মসজিদ চত্ত্বর থেকে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। যুব ও ক্রীড়া সংগঠক রাসেদুল হাসান টিটুর সভাপতিত্বে ও সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট ফেইসবুক ফোরামের সভাপতি যুবনেতা কিউএম ফররুখ আহমদ ফারুক। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকর্মী হোসেইন আহমদ, যুবনেতা এনামুল হক, ছাত্রনেতা নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুন নুর, মিজানুর রহমান, ছাত্রনেতা ইয়াহইয়া ডালিম, সাংবাদিক আমিনুল ইসলাম, মাওঃ ইয়াহহিয়া, যুব সংগঠক সেমিল উদ্দিন, মোঃ ওয়াসিম, মখলিছুর রহমান, আলা উদ্দিন, ব্যবসায়ী রফিক আহমদ, সিরাজ উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ঠ বিশ্ব মানবতার শত্রু ইসরায়েল হানাদার বাহিনী নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর যোগ যোগ ধরে কথায় কথায় হামলা, বাড়ী-ঘর ধ্বংস, নারী-পুরুষ এমনকি শিশুদের পর্যন্ত নির্বিচারে হত্যা করে আসছে। ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিধানে জাতিসংঘ আরবলীগ ও বিশ্ব সম্প্রদায় কোন ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় ইসরাইল হানাদার বাহিনী সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনিদের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিগত এক সপ্তাহ ধরে বিশ্ব বিবেককে উপেক্ষা করে যুদ্ধ বিরতি লংঘন করে ইসরাইল বাহিনী গাজা ভূখন্ডে পবিত্র রমজান মাসে বিমান ও বোমা হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনি মুসলমানকে নির্বিচারে হত্যা ও বাড়ি ঘর ধ্বংস করছে। অবিলম্বে এ গণহত্যা বন্ধে জাতিসংঘকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিবাদ সভায় আহ্বান জানানো হয়।