লন্ডনে হাসিনা-ক্যামেরন বৈঠক ২২ জুলাই
সুরমা টাইমস রিপোর্টঃ আগামী ২২ জুলাই লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, ব্রিটিশ সরকারের উদ্যোগে অনুষ্ঠেয় গার্ল সামিট-২০১৪তে অংশ নিতে আগামী ২১ জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২২ জুলাই ওই সামিটে অংশ নেয়ার পাশাপাশি ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চারটি ইস্যু তোলা হবে বলে জানা গেছে।
ইস্যুগুলোর মধ্যে রয়েছে, ৫ জানুয়ারির নির্বাচন ও নতুন সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বাংলাদেশকে দেয়া ব্রিটিশ সহায়তা এবং দেশটিতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূতদের সুযোগ-সুবিধার বিষয়টি। প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত এক পেশাদার কূটনীতিক বলেন, ‘গার্ল সামিটে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের আগ্রহে ওই সামিটের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকের সময়ক্ষণ ঠিক হয়েছে।’