পত্রিকা সম্পাদকের হাতে তিন সহকর্মী খুন
সুরমা টাইমস রিপোর্টঃ ৩ জন সহকর্মীকে খুনের দায়ে দোষী প্রমাণিত হলেন ত্রিপুরার বাংলা সংবাদপত্রের এক অতি পরিচিত সম্পাদক – সুশীল চৌধুরী। ৭৬ বছরের সুশীল ‘দৈনিক গণদূত’-এর সম্পাদক। ত্রিপুরার অন্যতম দৈনিক সংবাদপত্র এটি। ডব্লিউএন ডটকমের এক খবরে বলা হয়েছে, আগরতলায় ‘দৈনিক গণদূত’-এর অফিসে খুন হন ৩ জন। সংবাদমাধ্যমে সাড়া জাগানো এ ঘটনায় প্রথমে বলা হয়, বহিরাগত হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের টার্গেট ছিল আসলে সুশীল বাবু। তাকে না পেয়ে খুন করা হয় ৩ জনকে।
সুশীল চৌধুরী একজন হাই প্রোফাইল সাংবাদিক। অতীতে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী হয়েছেন বহুবার। কিন্তু তার সংবাদপত্রের কাটতি মোটেও ভালো নয়। তাই কম সার্কুলেশনের সংবাদপত্রের সম্পাদককে কেন টার্গেট করা হবে, অনুসন্ধান করতে থাকে পুলিশ। জানা যায়, খুনের সময় সংবাদপত্র অফিসেই ছিলেন সস্ত্রীক সুশীল চৌধুরী। জেরা করা হয় দুজনকে। পুলিশ জানিয়েছে, প্রথমে স্বামীকে সমর্থন করলেও পরে ভেঙে পড়েন সুশীল চৌধুরীর স্ত্রী নিয়তি দেবী। পুলিশ জানতে পারে, জমি কারবারের সঙ্গে জড়িত সুশীল চৌধুরী। সেসব ফাঁস করে দেয়ার হুমকি দেয়াতে খুন করা হয় সুশীল বাবুর ম্যানেজার, ৬১ বছরের রঞ্জিত চৌধুরীকে এবং সে খুন দেখে ফেলায় মরতে হয় সুশীল চৌধুরীর ড্রাইভার বলরাম ঘোষ এবং দৈনিক গণদূতের প্রুফ রিডার সুজিত ভট্টাচার্যকেও।
পুলিশের বক্তব্য, তিনটি খুনের পেছনে মূল ষড়যন্ত্রকারী সুশীল চৌধুরী। আগরতলা আদালত আগামী বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করবে।