পার্লামেন্টে সু চি

suchi-pic_1040411সুরমা টাইমস ডেস্কঃ মিয়ানমারে সদ্য বিজয়ী দল এনএলডি’র নেত্রী অং সান সু চি পার্লামেন্টে গিয়েছেন। নির্বাচনে বিজয়ী ও হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে সোমবার পার্লামেন্টে যান গণতন্ত্রপন্থী নেত্রী। এদিকে দেশটির পার্লামেন্ট ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তরের কাজ শুরু হয়েছে। সাংবিধানিকভাবে সু চি দেশটির শীর্ষ পদে যেতে পারলেও পরবর্তী প্রেসিডেন্টের উপরে থেকে দেশ চালানোর অঙ্গীকার করেছেন তিনি। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তার দলের ব্যাপক বিজয়ের পর কে প্রেসিডেন্ট হবেন তা তিনিই নির্বাচন করতে পারবেন।
নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠ আসনের কারণে ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠেয় পার্লামেন্ট অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে তার পছন্দের প্রার্থীই প্রেসিডেন্ট হতে পারবেন। উল্লেখ্য, জান্তা সরকারের সংবিধান অনুযায়ী সু চি প্রেসিডেন্ট হতে পারছেন না। কারণ তিনি একজন বিদেশিকে বিয়ে করেছেন এবং তার দুই সন্তানও রয়েছে।