বাংলাদেশের কাছে ক্ষমা চান, পাকিস্তানি লেখিকার আহ্বান

Rima Abbasiডেস্ক রিপোর্টঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশি নাগরিকদের ওপর যে নৃশংসতা চালিয়েছে এর জন্য পাকিস্তানিদের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের বিশিষ্ট লেখিকা রিমা আব্বাসি।

তিনি মনে করেন, ক্ষমা চাওয়ার মাধ্যমে অতীতকে ভুলে দুই দেশকেই সামনে এগিয়ে যেতে হবে। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভারতের কলকাতায় ‘ক্রসিং দ্য লাইন’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারেও তিনি একই প্রসঙ্গ তুলে আনেন।

একটি সাহিত্য সম্মেলনে অংশ নিতে রিমা আব্বাসি কলকাতায় আসেন। ওই ফেস্টিভ্যালে তার লেখা পাকিস্তানের হিন্দু মন্দিরের ইতিহাস নিয়ে একটি বইয়েরও মোড়ক উন্মোচন হয়েছে।

রিমা মনে করেন, একাত্তরের যুদ্ধটাই পাকিস্তানের পক্ষে বড় ভুল সিদ্ধান্ত ছিল।

তিনি বলেন, দুঃখের বিষয় হলো, আজকের প্রজন্মকে যা শেখানো হয় তাই তারা বিশ্বাস করে। রাষ্ট্র যা বোঝাতে চায় তার বেশি গভীরে তারা যেতে চায় না। ইতিহাস সম্পর্কে আজকের প্রজন্ম প্রকৃতই অজ্ঞ।