দক্ষিণ সুরমা থানায় প্রতিটি পুলিশের টহল টিমের অধীনে একটি করে মোবাইল সেট প্রদান

158 copyসিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান এর নেতৃত্বে দক্ষিণ সুরমা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন ও অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানের উদ্যোগে জনগনের দোড়গোড়ায় দ্রুত পুলিশ সার্ভিস পৌছে দেওয়ার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় দক্ষিণ সুরমা থানাধীন প্রত্যেক এলাকায় দায়িত্বে নিয়োজিত থাকা প্রতিটি পুলিশের টহল টিমের অধীনে একটি করে মোবাইল নম্বর বরাদ্দসহ মোবাইল সেট বিতরণ করা হয়। ৬ থানার মধ্যে এই প্রথম দক্ষিণ সুরমা থানায় এ কাক্রম চালু করা হয়েছে।
২৪ ঘন্টা দ্রুত সার্ভিস পাওয়ার লক্ষ্যে এবং ঘটনাস্থলে ঘটনা ঘটার সাথে সাথে সর্বনিম্ন সময়ে পুলিশের টহল টিম পৌছে সেবা দেবার লক্ষ্যে এ ধরনের ডিজিটাল সার্র্ভিসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিয়েরা-৪১ এর দায়িত্বরত এলাকা লালাবাজার, নাজির বাজার, হকিয়ারচর, বিবিদইল, জাফরাবাদ, ফরিদপুর আশপাশ এলাকার মোবাইল নাম্বার-০১৯৯১৭৮০১০৩, সিয়েরা-৪২ এর লাওয়াই রোড, সদরখলা, বরইকান্দি, সিলাম, চান্দাই, নর্থইস্ট মেডিকেল, চন্ডিপুল ও আশপাশ এলাকার মোবাইল-০১৯৯১৭৮০১০৪, সিয়েরা-৪৩ এর ভালকি, ভরাউট, লালারগাওয়ের মোবাইল-০১৯৯১৭৮০১০৫, স্পেশাল-৪১, মুক্তিযোদ্ধা চত্বর, শাহজালাল ব্রীজ, ঝালোপাড়া, কদমতলী, মমিনখোলা, মেনিখলা ও আশপাশ এলাকার মোবাইল-০১৯৯১৭৭৯৮১২, সিয়েরা-৪৪ এর ক্বীন ব্রীজ, বরইকান্দি, ভার্থখলা, কাজিরবাজার ব্রীজ ও আশপাশ এলাকার মোবাইল-০১৯৯১৭৭৯৮১৩, ওস্কার-৮ এর কামাল বাজার ফাড়ি এলাকার মোবাইল-০১৯৯১৭৭৯৮১৪।
উক্ত মোবাইল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মোঃ ছাহাবুল ইসলাম, এস আই মোঃ আশরাফুল ইসলাম বিজ্ঞপ্তি