কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, আহত-৭

Kamalgonj Picকমলগঞ্জ প্রতিনিধি :  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত ২জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জাঙ্গালীয়া গ্রামের বশির মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল একই গ্রামের নাসির মিয়া গংদের। এ নিয়ে একাধিক মামলা মোকদ্দমা চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাসির গংদের নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বশিরের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বশির মিয়ার বসত ঘরের মালামাল লুট করে বসত ঘরটি অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। হামলাকারীরা ধারালো দা দিয়ে কুপিয়ে বশির মিয়া (৩৮), নাজির মিয়া (৩৬), পিয়ারুন বেগম (৬০) সহ ৭জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে হামলাকারীরা বাঁধা সৃষ্টি করে। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে হামলাকারী দা দিয়ে কুপিয়ে বশির ও নাজিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করায় নাজির মিয়ার বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের মধ্যে বশির ও নাজিরের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখান থেকে দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করেছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য সফর আলী বলেন, পরিকল্পিত ভাবে নাসির মিয়ার লোকজন নিয়ে হামলা চালিয়ে এ অরাজকতা ঘটায়।