ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলা

OC-Habib2সুরমা টাইমস রিপোর্টঃ গৃহবধূ ধর্ষণের অভিযোগে এবার বাংলাদেশ পুলিশের এক ওসির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কক্সবাজারের পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে সোমবার মামলাটি করা হয়। (সিপি মামলা নং-৬৫৫/১৪)। মামলাটি করেন পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা গ্রামের নুর আহমদের স্ত্রী মর্তূজা বেগম (২৮)। বিচারক সাজেদুল করিম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন। মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। বাদী আবেদনে উল্লেখ করেন, ১০ জুলাই একটি মামলার বিষয় নিয়ে থানায় গেলে নানা কৌশলে ওসি হাবিবুর রহমান তাকে ওসির শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে গৃহবধূকে মেরে ফেলার হুমকি দেন ওসি।
তাছাড়া আদালতে মামলা করলে উল্টো মামলা দিয়ে ওই গৃহবধূকে জেলে পাঠানোরও হুমকি দেয়া হয়। অবশেষে মর্তূজা বেগম গত সোমবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে ওসির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এর আগে ২০১৩ সালে কক্সবাজারের মহেশখালী থানায় ওসির দায়িত্ব পালনকালে মহেশখালী উপজেলার ঘোনারপাড়া গ্রামের আবদুল গফুরের স্ত্রী তৈয়বা বেগমকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছিল। (মামলা নং ১১৬/১৩ ইং)। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়েছিল।
অভিযুক্ত ওসি হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন-‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ ষড়যন্ত্র ছাড়া কিছুই না।’