ঈশিতা টেলি মিডিয়ার অডিশনে প্রথম পর্বে নির্বাচিত মুক্তাক্ষরের পিউ
সুরমা টাইমসঃ টেলিভিশন অনুষ্টান নির্মাতা প্রতিষ্টান ঈশিতা টেলি মিডিয়া ম্যাজিক কিডস টিভির জন্য মনি হায়দারের রচনায় গবিন্দ রায় সুমনের পরিচালনায় ১০৪ পর্বের ধারাবাহিক নাটক “অলরাউন্ডার” এর জন্য শিশু কিশোরদের সিলেট জেলা ভিত্তিক প্রথম বাছাই পর্ব অনুষ্টিত হয়। গত ১১জুলাই সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে সকাল ১০টা থেকে অভিনয় সংগীত, আবৃত্তি ও নৃত্যের ৮ থেকে ১৪ বছরের মধ্যে শিশু কিশোরদের বাছাই পর্ব চলতে থাকে। প্রায় ৩৭জন শিশু কিশোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সাংস্কৃতিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। আবৃত্তি সংগঠনের মুক্তাক্ষরের শিক্ষার্থী প্রিয়াশ্রী কর পিউ অভিনয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, আবৃত্তি ত্রান ও শান্তনা দেবির কোরিওগ্রাফে ও কৃষ্ণ কলির ঘুরে ঘুরে গানে নৃত্য পরিবেশন করে। ধারাবাহিক নাটক “অলরাউন্ডারের” জন্য ১১জনকে নির্বাচিত করা হয়। বিকেল ২:৩০মিনিটে সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে বিজয়ী ও অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় ৪জেলার নির্বাচিতদের নিয়ে ২দিনের গ্র“মিং পর্ব অনুষ্টিত হবে এবং মোট ১০জনকে নিয়ে ১০৪ পর্বের নাটকের নির্মান কাজ শুরু হবার কথা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, ঈশিতা টেলি মিডিয়ার পরিচালক প্রশাসন খালেদ চৌধুরী, অফিস পরিচালক পান্না দত্ত, প্রযোজক জালাল, অলরাউন্ডের নৃত্য পরিচালক গবিন্দ রায় সুমন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদের সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত। বাছাই পর্বে নির্বাচিতরা হলেন, সৈয়দা মঞ্জিবা ইসলাম, ফাতেমা জান্নাত মীম, তানজিন আহমেদ আরিয়ানা, জুবায়ের মুহাইমিন সাব্বির, জারিন তাসমিন অথই, সিদরাতুল মুনতাহা লামিয়া, ফাহমিদা সুলতানা সূচি, আহনাফ ইবনে ওয়াহিদ, অর্নব কান্তি সিংহ, প্রিয়াশ্রী কর পিউ ও সুমাইয়া ইসলাম শোভা।