রোজিনার না বলা কথা

18945বিনোদন ডেস্ক: নায়িকা রোজিনা ২০০৪ সালে সর্বশেষ মতিন রহমানের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘রাক্ষুসী’ ছবিতে অভিনয় করেছিলেন। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। তারপর আর কোনো ছবিতে অভিনয় করেননি। দীর্ঘদিন দেশের বাহিরে অবস্থান করেন। তবে মাঝেমধ্যে দেশের টানে বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু তারকা জীবনে বিভিন্ন সময়ে বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন তাকে হতে হয়েছিল। যার মধ্যে সুখ, দু:খ হাসি কান্না সবই ছিল। যে কথাগুলো আজও বলা হয়নি।আর এসব বিষয় নিয়েই কথা বলবেন বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’তে। সম্প্রতি রোজিনা দেশে এসেছিলেন। সেসময়ই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল। পলাশ মাহবুবের গ্রন্থণা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আজমেরী হক বাঁধন । মঙ্গলবার রাত ৮ টায় অনুষ্ঠানটি প্রচার হবে। রোজিনা ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে সহ-নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান। এরপরে তিনি এফ, কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে অভিনয় করেন।১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য। এছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন। ১৯৮৬ সালে ‘হাম সে হায় জামানা’তে ছবিতে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছবিতে রোজিনার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। রোজিনা তার ক্যারিয়ারে ২৫০টির মত ছবিতে অভিনয় করেছিলেন।