‘আমরা জাতীয় দলের খেলোয়াড়, ভিক্ষুক নই’

18953বিনোদন ডেস্ক: সিলেট সুপারস্টার্সের দুই বিদেশি খেলোয়াড়ের এনওসি জটিলতা নিয়ে ভালোই গোলমাল শুরু হয়েছে বিপিএলে। সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে চিটাগং ভাইকিংস-সিলেট সুপারস্টার্স ম্যাচ শেষে এই ঘটনার জের ধরে মারাত্মক অভিযোগ করেছেন তামিম ইকবাল। ভাইকিংসের অধিনায়কের অভিযোগ, সিলেটের এক কর্মকর্তা বাবা-মা তুলে গালাগাল করেছেন তাঁকে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সিলেটের একজন কর্মকর্তা আমার বাবা-মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। জাতীয় দলের একজন খেলোয়াড়ের প্রতি কিছুটা হলেও শ্রদ্ধা থাকা উচিত। আমরা ক্রিকেট খেলতে এসেছি, বাবা-মাকে নিয়ে গালাগাল শুনতে আসিনি।’গালাগাল করা সেই কর্মকর্তার উদ্দেশ্য জাতীয় দলের এই ওপেনারের মন্তব্য, ‘আমরা জাতীয় দলের খেলোয়াড়, ভিক্ষুক নই। আপনার টাকা থাকতে পারে। কিন্তু তাই বলে কাউকে অসম্মান করতে পারেন না। সেই অধিকার কারো নেই। বিপিএল খেলতে এসেছি বলে আমরা বিক্রি হয়ে যাইনি।’এ প্রসঙ্গে ভারতের আইপিএলের উদাহরণ টেনে তামিম বলেন, ‘আমি আইপিএলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাইনি ঠিকই, কিন্তু এক মৌসুমে একটা দলে ছিলাম। তখন দেখেছি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজদের শ্রদ্ধাবোধ। তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত।’বিচারের ভার বিপিএল কর্তৃপক্ষর ওপরই ছেড়ে দিচ্ছেন টেস্ট-ওয়ানডে দুটোতেই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা তামিম, ‘আশা করি বিপিএল কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। আমি ইতিমধ্যে অভিযোগ করেছি। তবে সেই ব্যক্তির নাম এখানে (সংবাদ সম্মেলনে) বলতে চাই না।’বিপিএল টেকিনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘তামিম আমাদের কাছে অভিযোগ করেছে, সিলেটের একজন কর্মকর্তা তার সঙ্গে খারাপ আচরণ করেছে। বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেখব। প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। এ ধরনের আচরণের সমর্থন কখনো করি না আমরা।’