রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলীর আদেশ নিয়ে মিডিয়া অঙ্গনে কানাঘুষা

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের বদলী আদেশ নিয়ে গত বুধবার থেকে জেলা সদরে কর্মরত মিডিয়া কর্মীদের মাঝে চলছে নানা কানাঘুষা।কেউ বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার বদলী আদেশ হবার কারনে ওসি নানা তদবির করেও এ আদেশ ঠেকাতে পারবেননা,আবার কেউ বলছে বদলী আদেশের খবর ওসির কানে পৌছে যাওয়ায় মোঠা অংকের টাকার বিনিময়ে তিনি এ আদেশ স্থগিত করতে সংশ্লিষ্ট বিভাগে রাজনৈনিক তদবির করছেন।জেলা সদরের কয়েকজন সাংবাদিক সুত্রে জানা যায়,রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিনের বিভিন্ন অনিয়ম,ঘুষ-দুর্ণীতির খবর পত্র/পত্রিকায় প্রকাশের পর গত ১৬ এপ্রিল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওসির বদলী আদেশ হয়।এ সময় মৌলভীবাজারের একজন সাংবাদিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ কাজে যাওয়ার কারণে ওসির বদলী আদেশ দেখে আসেন। এ খবরটি জেলা সদরে কর্মরত অন্যান্য সাংবাদিকদের কাছে পৌছালে শুক্রবার বিষয়টির সত্যতা যাচাই করতে মিডিয়া কর্মীরা সহকারী পুলিশ সুপার মৌলভীবাজার সহ এ,এস,পি কুলাউড়া সার্কেলের সাথে যোগাযোগ করলে তারা জানান,আমরা ও বদলী আদেশের খবরটি শুনেছি তবে অফিসিয়ালি কোন আদেশ এখনো পাইনাই।বিষয়টি নিয়ে রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি তা গুজব বলে উড়িয়ে দেন।উল্যেখ্য,রাজনগর থানায় ওসি নাজিম উদ্দিন যোগদানের পর গত দেড় মাসের মধ্যে রাজনগর উপজেলায় ৪ টি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতা ছাড়াও উপজেলার বিভিন্নস্থানে ঘন-ঘন হামলা সংঘর্ষের মত ঘটনা ঘটে আসছে।অভিযোগ রয়েছে জেলা সদরে কর্মরত সাংবাদিক আব্দুল হাকিম রাজে,র বড়ভাই আজিজুর রহমান মঙ্গলের দায়েরকৃত একটি হত্যা মামলার আসামী পক্ষের সাথে ওসি নাজিম উদ্দিন মোঠা অংকের রফা-দফার মাধ্যমে মামলার চার্জশীট থেকে মামলার প্রধান আসামী সহ কয়েকজন আসামীকে অব্যাহতি দেয়ার চেষ্টা করে আসছেন।বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের উর্ধতন কতৃপক্ষকে জানিয়ে রাখা হয়েছে।