মার্কস অলরাউন্ডের থিয়েটার রাউন্ডে স্থান করে নিলো সিলেটের নাবিল

nabilসুরমা টাইমসঃ দেখাও যত প্রতিভা তোমার মার্কস অলরাউন্ড স্কুলভিত্তিক প্রতিভা যাচাই ও প্রতিযোগীতা ২০১৪এর প্রাথমিক ও মাধ্যমিক দুটি বিভাগে এবার ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। সিলেট জোন দ্বিতীয় পর্বের বাছাইএ প্রাথমিক বিভাগে অভিনয়ে সেরা মুক্তাক্ষরের শিক্ষার্থী সাদমান সাকিব নাবিল ঢাকায় অংশ গ্রহন করে চলেছে। গত ৮জুলাই ঢাকার এফডিসির জসিম ফ্লোরে ৫০জনের মধ্যে বাছাই পর্ব অনুষ্টিত হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, পার্থ বড়–য়া, সমি কায়ছার ও ইসিতা। নাবিল অভিনয়ে ন্যাশনাল পর্বে সেরাদের মধ্যে ২য় স্থান অর্জন করে রুপ্যপদকের গৌরভ লাভ করে। আগামী ১১ জুলাই আবারও বাছাই পর্ব অনুষ্টিত হবে। বর্তমানে সে সেরা ১৩জনের মধ্যে টিকে আছে। নাবিলকে বিমল কর নাট্য অভিনয়ের কোরিওগ্রাফ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর সহ ভুতের অভিনয়, কবিতা ও গল্পবলা। নাবিল ব্লুবার্ড স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। পিতা আব্দুল কাইয়ুম রফিক ও মাতা নুরুন নাহার মিনা। নাবিল বর্তমানে মাকর্স অলরাউন্ডে অভিনয়, আবৃত্তি ও গল্পগলায় নিজেকে মানানসই করে নিচ্ছে আবারও গ্র“মিং পর্বে। আগামী ১১জুলাই আবারও বাছাই পর্বে নিজেকে উপস্থাপন করবে। সে সকলের দোয়া প্রার্থী।