বিচারপতি বিজন কুমার দাস এর প্রয়াণে শোকসভা অনুষ্টিত

DSC_0320 copyবাংলাদেশ প্রথম তত্বাবাধয়ক সরকারের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবঃ বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্র্রহ্ম সমাজের অন্যতম ট্রাস্টি বিচারপতি বিজন কুমার দাস এর প্রয়াণে গতকাল শনিবার শ্রীহট্ট ব্রহ্ম সমাজের আয়োজনে বন্দরবাজারস্ত ব্রাহ্ম মন্দিরে শোকসভা অনুষ্ঠিত হয়। শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের সভাপতি এড. পস্কজ কুমার রায় এর সভাপতিত্বে শ্রীহট্ট ব্রহ্ম সমাজের সহ-সাধারন সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী । আরোও বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সভাপতি এড. রুহুল আনাম চৌধুরী, সাধারন সম্পাদক এড. অশোক পুরকায়েস্থ , প্রবীন আইনজীবী ও বীর মুক্তিযুদ্ধা এড. মুজিবুর রহমান চৌধুরী, প্রফেসর শ্রীনিবাস দে, এড. সৈয়দ আশরাফ হোসেন, এড. সুজয় সিংহ মজুমদার, প্রফেসর ড. মিগেন কুমার দাশ চেীধুরী, অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, অধ্যাপক সুষেন্দ্র কুমার পাল, ব্যারিস্টার আরশ আলী। বিচারপতি বিজয় কুমার দাশ এর নানা দিক নিয়ে বক্তব্য প্রদানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিচারপতি বিজন কুমার দাস অত্যন্ত ন্যায় নিষ্ঠ, সৎ এবং প্রজ্ঞাবান হিসেবে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আমাদের জাতীয় জীবনে এক উজ্জল মাইল ফলক হয়ে রয়েছে বলে উল্লেখ করে বক্তাগন আরো বলেন আজকের দুঃসময়ে এমন প্রচার বিমুখ সাদা মনের মানুষ এর প্রয়াণ আমাদের জাতিকে আরো বেশি শুন্য করে দিয়েছে। শ্রীহট্ট ব্রহ্ম সমাজের সম্পাদক অসিত ভট্রাচার্য এর স্বাগত বক্তব্য ব্রহ্ম সমাজের প্রতি তার অতুলনীয় অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরন করেন। প্রয়াত বিজন কুমার দাস এর পরিবারের পক্ষে দুই কনিষ্ঠ ভগ্নি উপস্থিত থেকে সহমর্মিতা প্রকাশ করেন। শোক সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পি প্রতীক এন্দ, প্রয়াতের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বহ্নিশিখা রায় বৃষ্টি। বিজ্ঞপ্তি