রাগের মাথায় ভুল করেছি

Sakibসুরমা টাইমসঃ এখনই ক্রিকেট খেলা ছাড়ছেন না বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে আরো অন্তত ১০ বছর ক্রিকেট খেলতে চান তিনি। রোববার লন্ডন থেকে ঢাকায় ফিরে দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এমন কথাই বলেছেন সাকিব।
জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলা ছেড়ে দেয়ার ঘোষণার বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি রাগের মাথায় এ কথা বলেছিলাম। জাতীয় দলের হয়ে আরো ১০ বছর ক্রিকেট খেলতে চাই।’
প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে কী ঝামেলা হয়েছে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘মা-বাবার সঙ্গে ছেলের রাগারাগি হতেই পারে। আমি রাগের মাথায় কোচকে এসব বলেছিলাম। কথাগুলো বলার পর আমি প্লেনে ছিলাম ১০ ঘণ্টা। এর মাঝে কোচ আমরা কথাগুলো ই-মেলে বিসিবিকে পাঠিয়েছে। অবশ্য এরপর আমি কোচের সঙ্গে কথা বলেছি।’
এছাড়া সাকিব বলেন, ‘ঢাকা ছাড়ার আগে আমি কোচের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে ৩০ জুলাই পর্যন্ত ছুটি দিয়েছিলেন। ঈদের পর থেকে আমাকে অনুশীলনে যোগ দিতে বলেছেন তিনি।’
বিসিবি অনুমতি না নিয়ে সিপিএল খেলতে গেলেন কীভাবে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আমার ও তামিম ইকবালের লর্ডসে খেলার জন্য আগেই লিখিত অনুমতি নেয়া ছিল। আমি মনে করেছিলাম সেখানেই সিপিএলের অনুমতি নেয়া আছে।’
তিনি বলেন, ‘এরপরও আমি যখন সিপিএল খেলতে যাই তার আগেও আকমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি তখন চট্টগ্রামে ছিলেন। তিনি আমাকে বলেছেন, তুমি খেলতে যাও আমরা কাগজে সই করে নেবো। এরপর আমি চলে যাই। কিন্তু লন্ডনে যাওয়ার আগেই সাব্বির ভাই আমাকে জানিয়েছেন সিপিএল না খেলেই দেশে ফিরতে হবে। তখন আমি এ বিষয় নিয়ে আকমার ভাই, সিইও সুজন ভাই ও শেষে পাপন ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম। কিন্ত কেউ ফোন ধরেননি। আসলে ভুল আমার হয়েছে লিখিত নিয়েই খেলতে যাওয়া উচিৎ ছিল।’
নিজের সিদ্ধান্তের বিষয়ে সাকিব বলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নেই। আমি আজ থেকেই অনুশীলন করতে চেয়েছিলাম। মাত্র দেশে এলাম। তাই সিইও সুজন ভাই বলেছেন কাল থেকে অনুশীলন করতে।’