ইতালী প্রবাসী বিদেশীদের সর্ববৃহৎ মেলায় ভেনিস বাংলা স্কুল

venis Bangla Schoolসুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ ভেনিস থেকে সত্তর কিলোমিটার দুরে ত্রেভিজো প্রভিনছিয়াতে জাবেরা উৎসবে অংশগ্রহন করলো ভেনিস বাংলা স্কুল । প্রবাসী বাংলাদেশী ছাড়াও এই মেলায় অংশগ্রহন করে প্রায় চল্লিশটি দেশের প্রায় ১০ হাজার বিদেশীরা । প্রতিটি দেশ তাদের নিজ নিজ সংস্কৃতি প্রবাসের মাটিতে উপস্থাপনের উদ্দেশ্যেই বিশাল এ আয়োজন । ১৯তম জাবেরা উৎসবে চার দিনব্যাপ্তিকালীন এ মেলায় গত ৫ বছর যাবৎ অংশগ্রহন করে আসছে ভেনিস বাংলা স্কুল । ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের নেতৃত্বে প্রবাসী switzerland Banglaবাংগালীরা বিশাল রালী প্রদর্শন করে যা প্রবাসের মাটিতে বাংগালীয়ানা সংস্কৃতি, বাংগালীর ঐতিহ্য সুন্দরভাবে ফুটে উঠে । ভেনিস বাংলা স্কুলের স্টলে বিরিয়ানী , সমুচা, সিংগারা, পিঁয়াজু, ঝালমুড়ি ইত্যাদি খাবারের বিশাল আয়োজন প্রশংসার দাবিদার । আর মঞ্চে বাংগালী নৃত্য তো সকলের কাছেই প্রশংসনীয়…

নাচ পরিবেশন করে ভেনিস বাংলা স্কুলের পক্ষে তাহের , শামীম ও ইতালীয়ান সিমোনা । আরও উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ । ভেনিস বাংলা স্কুলের উত্তোরত্তর উন্নতি প্রকল্পে সহযোগীতার আশ্বাস দেন জাবেরা মেলা কমিটির সকল কলা-কুশলীবৃন্দ । ইতালীতে বিদেশীদের অধিকার ও স্বার্থরক্ষায় সকলে একযোগে কাজ করার অভিমত ব্যক্ত করেন ।