রোমে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নাজমুল হোসেন,ইতালি থেকেঃ ইতালী আওয়ামী লীগের উদ্যোগে রোমে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গতকাল সন্ধ্যায় রোমের তরপিনাত্তারা সুন্দরবন রেষ্ট্ররেন্টে ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক শোয়েব দেওয়ানে পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান হোসেন, বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক পাটোয়ারী।
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জল ৬৫তম প্রতিষ্টা বার্ষিকীর আলোচনায়া আরো অংশগ্রহন করেন মোঃ আবু তাহের, মোজাফ্ফর হোসেন বাবুল, জামান মোক্তার, প্রিন্স খান, মিজানুর রহমান মিজান, হাবীব মকদম, যোবায়ের আহাম্মেদ রিপন, মাহে আলম শ্যামল, এলিন আহামেদ মিঠু, ফারুক ফরাজী, মোঃ গিয়াস উদ্দিন, স্বপন মিয়া, স্বপন আহাম্মেদ, নুরুল কবীর, মোঃ খলিল, মোঃ আলী, শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মুঞ্জুর আহাম্মেদ, রাসেল স্মৃতি সংসদের সভাপতি হাবীবুর রহমান নাজমুল, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নুপুর, নায়না আহাম্মেদ, বিথি স্বপন, সুমনা আক্তার সুমি, শান্তা শিকদার, ইভা খন্দকার, মুন মুক্তার, উম্মে হানি চৌধুরী, আমিনা নাজমুলসহ আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় সকলে আওয়ামী লীগের গৌরবময় বর্নাঢ্য ইতিহাস বর্ননা করেন। এবং এই সংগঠনটি নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বাংলার মেহনতি মানুষের দাবি আদায়ের সংগ্রামে সর্বদা সর্বাগ্রে। বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষতে উন্নয়নশীল বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করবে।