ক্যুইবেক আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারীর একাংশ
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারীর একাংশ

মন্ট্রিয়ল, কানাডা (সিবিএনএ)।। ২০১৫ সালের বিজয় দিবসে দেববাসী শান্তি নিঃশাষ নিচ্ছে। কারণ, ৪৪ বছর পর এ বছর যুদ্ধাপরাধীদের বিচার করে শাস্তি দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। শহীদের আত্মা কিছুটা হলেও শান্তি পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাস্ট্র হিসেবে জন্ম নিয়েছিলো যেমনি ঠিক তেমনি তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অসাধারণ মেধা-মনন ও শ্রমের ফসল হিসেবে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের মডেল, যা প্রবাসীরা বাংলাদেশের সন্তান হিসেবে গর্বীত নন্দিত।
বাংলাদেশ আওয়ামী লীগ ক্যুইবেক শাখার উদ্যেগে গতকাল মন্ট্রিয়লের ক্যাফে রয়েল রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে। ক্যুইবেক আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী বশীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেইন সুইটের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার মাহমুদ ভূঁইয়া, আবুল কাসেম, হাজী মাসুদুর রহমান, নূরুল ইসলাম, কানাডা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা হোসেন। যুদ্ধাপরাধীদের ন্যায় বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়াতে জননেত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অবশিষ্ট যুদ্ধাপরাধীদের বিচার রায় তরান্বিত করার জোর দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মতিন মিয়া, মাসুদ সিদ্দিকী, আলমগীর আকলাকুর, হারুন খান, সাহাদত জিতু, মুক্তিযোদ্ধা রশীদ খান, মুক্তিযোদ্ধা বিমলেন্দু রায়, মজ্ঞুরুল হাসান চৌধুরী, অহিদুজ্জামান ভূইয়া, শাহাজান ভূইয়া, মোঃ ইয়াকুব, শহীদ রহমান, মোজাফ্ফর আহমেদ. রনজিৎ মজুমদার, আ.শ. ম ইমাইল, মুজিবুর রহমান, ওসমান হায়দার বাচ্চু, রতন মজুমদার, শাহ মোহাম্মহ ফায়েক, মোহাম্মদ রাসেল, ইউসূফ তাকি, সাহাদত জিতু, হারুন খান ও শরীফ আহমেদ প্র্রমুখ
বিপুল সংখ্যাক মন্ট্রিয়ল প্রবাসী বিএনপি দলীয় সমর্থক নেতা কর্মীরা সপরিবারে শেখ হাসিনার যুগান্তকারী প্রদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগে যোগদান করে ভ্রান্ত পথ থেকে সুপথে আসার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয়ে বিএনপি দলীয় নেতাকর্মীদেরকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান ক্যুইবেক আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।