চারদিনের অবকাশ যাপনে সিলেটে আরবের ৫ রাষ্ট্রদূত

Arabian-Embassy'sসুরমা টাইমস ডেস্কঃ চারদিনের সফরে মধ্যপ্রাচ্যের ৫ রাষ্ট্রদূত সিলেটে। সিলেটের পাহাড়, নদী, চা বাগানসহ প্রাকৃতিক সৌন্দর্য্যরে প্রেমে সৌন্দর্যের লীলাভূমি সিলেট দেখতে তারা চারদিনের সফরে এসেছেন। আজ সকালে তারা শ্রীমঙ্গল থেকে সিলেটে পৌঁছেছেন। প্রকৃতিকন্যা জাফলং দেখতে তারা এখন সেখানে যাবেন বলে সূত্র জানিয়েছে।
সফরে আসা রাষ্ট্রদূতরা হলেন- ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাহের এম এইচ আবু ইয়াহইয়া, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাদ, ওমানের রাষ্ট্রদূত ওমর মো. রামদান আল বালুশি, লিবিয়ার রাষ্ট্রদূত মাহমুদ এমএম সালাদী, কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম এফ আলী ডাফিরি।
সূত্র জানায়- পাঁচ রাষ্ট্রদূত বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে এসে ওঠেন। তারা সেখানে সারাদিন কাটান। বিকেলে তারা শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে বেড়াতে যান। সেখানে নৈশ্যভোজে অংশ নিয়ে আবারও গ্র্যান্ড সুলতানে ফিরে যান।
আজ শুক্রবার সকাল ১১টায় রাষ্ট্রদূতরা শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা প্রথমেই জাফলংয়ে যাবেন। সেখানে তারা সারাদিন পিয়াইন নদী ও ওই এলাকার খাসিয়া পল্লী ঘুরে দেখে সন্ধ্যায় সিলেট নগরীতে ফিরবেন।
রাতে রোজভিউ হোটেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সৌজন্যে নৈশভোজে অংশ নেবেন। পরে রাতেই তারা শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানে ফিরে যাবেন। শনিবার রাষ্ট্রদূতরা শ্রীমঙ্গল ও মাধবকুন্ড ঘুরে দেখবেন। রবিবার সকালে তারা ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করার কথা রয়েছে।