নগরীতে মেয়র আরিফের ‘রাজকীয় প্রত্যাবর্তন’

Arif eturnesসুরমা টাইমস রিপোর্টঃ রাজধানী ঢাকায় চিকিৎসা শেষে সিলেট নগরীতে ‘রাজকীয় প্রত্যাবর্তন’ করলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বেলা পৌনে ২টায় তিনি বিমানযোগে সিলেট এসে পৌছেন মেয়র আরিফ। এসময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো জনতা উপস্থিত হয়ে মেয়রকে স্বাগত জানায়। সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, নগর ভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে কয়েক শতাধিক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীকে মোটর শোভাযাত্রা সহকারে সিলেট নগরীতে নিয়ে আসা হয়। নগর অভিভাবকের এ ‘রাজকীয় প্রত্যাবর্তন’ দেখতে রাস্তার দুই পাশে উৎসুক জনতা ভীড় করে। মেয়র হাত নেড়ে তাদের অভিবাদন জানান এবং সুস্থ শরীরে নগরবাসীর সেবা করার জন্য দু’হাত তুলে তাদের কাছে আবারো দোয়া চান। সিলেট নগরীতে পৌছে মেয়র আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল (রহ.) মাজার এবং পরে তাঁর বাবা মরহুম শফিকুল হক চৌধুরীর কবর জিয়ারত করেন। এসময় সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ার মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাকে নতুন জীবন দেওয়ার জন্য আমি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’
মেয়র বলেন, ‘সিলেটের ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়ায় আমি আবার পূণ্যভুমি সিলেটে-আমার জন্মস্থানে ফিরে এসেছি। একইসাথে আমি দেশে-বিদেশে বসবাসরত সকলের প্রতি, যারা দোয়া করেছেন এবং সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক-সাংবাদিক-চিকিৎসক সমাজসহ বিভিন্ন পেশাজীবী যারা বিভিন্নভাবে এই দু:সময়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মেয়র বলেন, ‘আমি সাংবাদিকদের মাধ্যমে আবারও সকলের দোয়া চাচ্ছি, যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে এই আধাত্মিক নগরীর মানুষের সেবা করতে পারি।’
উল্লেখ্য, মেয়র আরিফুল হক চৌধুরী গত ২৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। রাতে দ্বিতীয়বার হার্ট এ্যাটাক হলে মেয়রের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরবর্তীতে ২৬ এপ্রিল ভোরে তাকে এয়ারএম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ইউনাইটেড হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।