বিয়ানীবাজার থেকে কিশোর ‘নিখোঁজ’ না ‘গুম’
বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার থেকে আলী হোসেন (১৪) নামে এক কিশোর হারিয়ে গেছে। হারিয়া যাওয়া এই কিশোর ‘নিখোঁজ’ না ‘গুম’ হয়েছে তা নিয়ে এলাকায় জল্পনা কল্পনা চলছে। আলী হোসেন উপজেলার পয়গ্রাম নোয়াপাড়া গ্রামের ছানু মিয়ার ছেলে। বিয়ানীবাজার থানায় জিডিমূলে বুধবার পুলিশের একটি দল এলাকা পরিদর্শন করেছে।
জিডিতে পিতা ছানু মিয়া উল্লেখ করেন, ১৭ মে সকালে আলী হোসেন বাড়ি থেকে রানাপিং মটর গ্যারেজে তার কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর তার আর কোনো খোঁজ নেই। ছানু মিয়া জানান, অসামাজিক কার্যাকলাপের বিরুদ্ধে প্রতিবাদী ছিল তার পরিবার। কয়েক দিন আগে এলাকার একটি পক্ষের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ সময় তারা গুম করে হত্যার হুমকিও দেয়।