ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে জাল নোট সনাক্তকরণ প্রদর্শনী
জাল নোট সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭ টায় নগরীর জল্লারপাড় রোডস্থ ন্যাশনাল ব্যাংক জিন্দাবাজার শাখার সামনে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মানুষ যাতে অতি সহজেই আসল নোট চেনার উপায়টি আয়ত্ব করতে পারে, সেজন্যে একটি পাওয়ার প্রজেক্ট উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত উৎসুক জনতা দীর্ঘ দুই ঘন্টা ব্যাপি এ প্রদর্শনী উপভোগ করেন। এ প্রদর্শনীটি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আবুল হাসান, ন্যাশনাল ব্যাংক সিলেট শাখার ব্যাবস্থাপক মো. ফখরুল ইসলাম, মিরাবাজার শাখার ব্যাবস্থাপক লুৎফুর রহমান, জিন্দাবাজার শাখার ব্যাবস্থাপক মো. আব্দুল মুহিত, সুবিদবাজার শাখার ব্যাবস্থাপক জসিম উদ্দিন, শিবগঞ্জ শাখার ব্যাবস্থাপক কামরুল ইসলাম ও কদমতলি শাখার ব্যাবস্থাপক আনিসুল হক। উলে¬খ্য, ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রতি চার মাস অন্তর অন্তর এ ধরনের প্রোগ্রাম করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।