জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩৫ হাজার টাকা জরিমানা আদায়

mobile courtজগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌরশহরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ও ভেজাল পন্য রাখার অভিযোগে শহরের ৮টি ব্যবসা প্রতিষ্টান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেহ। সে সব প্রতিষ্টান থেকে জরিমানা আদায় করা হয়েছে সেগুলো হলো তালুকদার রেষ্টুরেন্ট ৫ হাজার টাকা, জনতা রেষ্ট্ররেন্ট ৫ হাজার টাকা, মিতালী রেষ্ট্ররেন্ট ৩ হাজার, ভাই ভাই রেষ্ট্ররেন্ট ৫ হাজার টাকা, ফিজা এন্ড কোং ২ হাজার টাকা, আশা ট্রের্ডাস ৫ হাজার টাকা, ভাই ভাই ষ্টোর ৫ হাজার টাকা, নিরিবিলি ষ্টোর ৫ হাজার টাকা। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযোন চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্টান থেকে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।