জগন্নাথপুরে পুলিশের হাত থেকে হত্যা মামলার আসামী ছিনতাই

ফাইল ফটো
ফাইল ফটো

জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে পুলিশের হাত থেকে এক হত্যা মামলার আসামীকে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামী করে পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও-নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আকিকুর রহমান ওরফে আকুল আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত একটি হত্যা মামলার পলাতক আসামী। গত বুধবার রাত প্রায় ২ টার দিকে জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী আকিকুর রহমান ওরফে আকুলকে গ্রেফতার করেন। তখন আসামীর আত্মীয়-স্বজনরা গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেয়, তাদের বাড়িতে ডাকাতদল হানা দিয়েছে। এ খবর শুনে গ্রামের লোকজন ছুটে আসেন। এক পর্যায়ে পুলিশকে ডাকাত বলে আক্রমণ করে গ্রামের সমবেত লোকজন পুলিশের কাছ থেকে হ্যানকাফ পরিহিত গ্রেফতারকৃত আসামী আকিকুর রহমান আকুলকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় পুলিশ ৩০ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে পুলিশের চাপে বাধ্য হয়ে গ্রামের লোকজন কিছুক্ষণ পরে ছিনিয়ে নেয়া আসামীকে আবার পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদের বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার এজাহারভূক্ত ১০ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় পুলিশ অ্যাসল্ট মামলা রুজু করেছেন। জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।