দক্ষিণ সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ, ধর্ষক আটক
ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে এক ধর্ষককে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২-৩ মাস ধরে একই এলাকার বিরাই খানের ছেলে নাসির খান ভিকটিম (১৬) কে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ধর্ষক নাসির খান তাহাকে নিজ বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
নাসির খান চিকারকান্দি গ্রামের বিরাই খানের ছেলে। ধর্ষণের ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।