জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১২
জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর এলাকায় গতকাল তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১জনকে সিলেটে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, পৌরএলাকার ইসহাকপুর গ্রামের আব্দুর রহমান ও আলীর হোসেনের পক্ষের লোকজনের মধ্যে গতকাল বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। গুরুত্বর আহত ললিতা বিবি (৫৫) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত আব্দুর রহমান (৩৫),আজিজুর রহমান (৩২), আতাউর রহমান (২০), আঙুরা বেগম (২৮),এমরানা বেগম (৩০),রংফুল বিবি (৫৮),আলী হোসেন (২৮), আব্দুল করিম (৫৭), আব্দুল হান্নান (৪৫), হাসনা বেগম (৪২),বজলু হোসেন (১৮)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আব্দুর রহমানের পক্ষের লোকজন জানান, সোমবার আলী হোসেনের পক্ষের লোকজন গরু দিয়ে আব্দুর রহমানের নালিয়া ক্ষেত্রের চারা খাওয়ায়। এ ঘটনার পরও গতকাল বিকেলে আলী হোসেনের পক্ষের লোকজন আব্দুর রহমানের ভাই আতাউর রহমানকে স্থানীয় ভবের বাজারে মারধোর ধরে। পরে দুই পক্ষের লোকজন সংর্ঘষে জড়িত পড়ে।
অপর দিকে আলী হোসেন জানান, আব্দুর রহমানের ভাই আতাউর রহমান সোমবার আমার ছোট ভাই রবিউল হোসেনকে অন্যায় ভাবে মারধোর করে। বিষয়টি সামাজিকভাবে নিস্পতির চেষ্ঠা চলছিল। গতকাল আতাউর রহমান স্থানীয় বাজারে আবারও আমাদের পক্ষের লোকজনকে গালিগালাছ করছিল। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘাত ঘটে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদ্দুজামান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।