এসএসসি পরীক্ষা : বিশ্বনাথেজিপিএ ৫ পেয়েছে ৮৫ শিক্ষার্থী
তজম্মুল আলী রাজু, বিশ্বনাথঃ বিশ্বনাথে এসএসসি পরীক্ষায় ৮৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ১৪১৪ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১৩৫৮ জন। অকৃতকার্য হয়েছে ৫৬। শতকরা পাশের তালিকায় রয়েছে ৭টি বিদ্যালয়। বিদ্যালয়গুলো হচ্ছে ওমর ফারুক (রা.) একাডেমি, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়, উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, কোরারাই উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব লজ্জুতুন নেছা উচ্চ বিদ্যালয়, দক্ষিক বিশ্বনাথ বালিকা উচচ বিদ্যালয় ও সৎপুর উচ্চ বিদ্যালয়।
যে সব বিদ্যালয় জিপি এ ৫ পেয়েছে সে সব বিদ্যালয়গুলো হচ্ছে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ৭টি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ১৬টি, আলহাজ্ব লজ্জুতুন নেছা উচ্চ বিদ্যালয় ৯টি, জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ৩টি, দক্ষিখ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, সৎপুর উচ্চ বিদ্যালয় ৩টি, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় ৫টি, জমির আহমদ উচ্চ বিদ্যালয় ৬টি, উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ২টি, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ৩টি, বেতসান্ধি ১টি, হাজি সফাত উল্লাহ ১টি, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ১টি, জাগরণ উচ্চ বিদ্যালয় ৪টি, ওমর ফারুক (রা.) একাডেমি ৭টি, একলিমিয়া উচ্চ বিদ্যালয় ৭টি, আল-আজম উচ্চ বিদ্যালয় ৫টি, পিএমসি উচ্চ বিদ্যালয় ১টি।
গত বছরের শতকরা পাসের হারের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি অনেক বিদ্যালয়। এনিয়ে অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। নিয়মিতভাবে পাসের হার ধরে রাখতে শিক্ষকদের সঙ্গে অভিভাবদের আলোচনা হয়েছে। ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক/শিক্ষিকারা আগামীতে যা যা করার দরকার সব করবেন বলে জানিয়েছেন।