বালাগঞ্জে এস.এস.সি পরীক্ষারয় জিপিএ- ৫ পেয়েছে ৩৫জন : পাসের হার ৮৫.৪০

এসএম হেলাল, বালাগঞ্জ: এবারের এসএসসি পরীক্ষায় বালাগঞ্জ উপজেলার ২৯টি উচ্চ বিদ্যালয়ের ২হাজার ১শ ৯৩জন পরীক্ষার্থীর মধ্যে ১হাজার ৮শ ৭৩জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫জন। সব মিলিয়ে পাসের হার ৮৫.৪০ শতাংশ। এছাড়া উপজেলার ১৬টি মাদ্রাসার দাখিল পরীক্ষায় ৪শ ৮২জন পরীক্ষার্থীর মধ্যে ৪শ ০৬জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬জন। পাসের হার ৮৪.২৩শতাংশ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার ৩টি কেন্দ্রের মধ্যে কেন্দ্র-১ বালাগঞ্জ থানার ডি.এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪টি উচ্চ বিদ্যালয়ের ৯শ ৭২জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭শ ৫৫জন। জিপিএ-৫ পেয়েছে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০জন পরীক্ষার্থী। পাসের হার ৭৭.৬৭ শতাংশ। কেন্দ্র-২ ওসমানীনগর থানার মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১টি উচ্চ বিদ্যালয়ের ৯শ ৭৪জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮শ ৮৮জন। জিপিএ-৫ পেয়েছে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩জন পরীক্ষার্থী। পাসের হার ৯১.১৭ শতাংশ এবং কেন্দ্র-৩ সাদিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪টি উচ্চ বিদ্যালয়ের ২শ ৪৭জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২শ ৩০জন। জিপিএ-৫ পেয়েছে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২জন পরীক্ষার্থী।