ছাতকে ৩হাজার ১শ’ ৭০জন পরিক্ষার্থী অংশ নিয়ে ২হাজার ৯শ’ ১জন কৃতকার্য

ছাতক থেকে ফকির হাসানঃ ছাতকে এসএসসি ও সমমান পরিক্ষায় ৩হাজার ১শ’ ৭০জন পরিক্ষার্থী অংশ নিয়ে ২হাজার ৯শ’ ১জন কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৯১.৫২ভাগ। ফলাফল বিবেচনায় বরাবরের মতো ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। ৭শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। উপজেলার ৫টি কেন্দ্রে এসএসসি পরিক্ষায় ২হাজার ৮শ’ ২৮জন অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ২হাজার ৯৫জন। পাশের হার শতকরা ৯৪.০৩ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ৮২জন শিক্ষার্থী। এর মধ্যে ২২টি জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থানে রয়েছে সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ১শ’ ১১জন শিক্ষার্থীর মধ্যে ১শ’ ৯জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৮.১৯ভাগ। গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ১৬টি জিপিএ-৫ পেয়ে ২য় ও ১৫টি জিপিএ-৫ পেয়ে ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয় ৩য়স্থানে রয়েছে। এছাড়া চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ৮টি, মঈনপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ৫টি, নতুনবাজার বহুমুখি উচ্চ বিদ্যালয় ৫টি, ইসলামপুর উচ্চ বিদ্যালয় ২টি, সিলেট পাল্প এন্ড পেপার উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সামারুন নেছা উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, পালপুর উচ্চ বিদ্যালয়, চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়, হায়দরপুর উচ্চ বিদ্যালয়, সমতা উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে খুরমা উচ্চ বিদ্যালয়, শুকুরুন নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়, আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, জাহিদপুর উচ্চ বিদ্যালয়, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় ও এলঙ্গি উচ্চ বিদ্যালয়। এদিকে দুটি কেন্দ্রে দাখিল পরিক্ষায় ৭শ’ ৩২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৬শ’ ২৭জন। পাশের হার শতকরা ৮৫.৬৫ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭জন শিক্ষার্থী। ফলাফলে বুরাইয়া কামিল মাদরাসা ৫টি জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থানে রয়েছে। এছাড়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও শাহসুফি মোজাম্মেল আলী দাখিল মাদ্রাসা ১টি জিপিএ-৫ লাভ করেছে। শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে সিংচাপইড় ইসলামিয়া আলিম মাদরাসা। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১শ’ ৪৮জন শিক্ষার্থীর মধ্যে ১শ’ ২০জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ লাভ করেছে ২জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮১.০৮ভাগ। চন্দ্রনাথ ভোকেশনাল স্কুলের ৬২জন শিক্ষার্থীর মধ্যে ৫৯জন শিক্ষার্থী উত্তির্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৫.১৬ভাগ।