খাদিমে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

Chhatroleage vs chhatrodolসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরতলীর খাদিমপাড়া কল্লোগ্রাম চৌমোহনীতে ছাত্রলীগ জাহাঙ্গীর গ্রুপ ও ছাত্রদলের ফয়েজ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয় দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খোঁজ নিয়ে জানা যায়- কয়েক দিন আগে শাহপরাণ এলাকায় মহানগর ছাত্রদল নেতা আহমেদ চৌধুরী ফয়েজের কর্মী শাহরিয়ারের সাথে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম গ্রুপের কর্মী খুরশেদের হাতাহাতি হয়। একপর্যায়ে খুরশেদের বন্ধু ও সহযোগীরা মিলে শাহরিয়ারকে মারধর করে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার কল্লোগ্রাম চৌমোহনীতে জাহাঙ্গীর গ্রুপের ছাত্রলীগ কর্মী খুরশেদ, রেদওয়ান, পংকীসহ কয়েকজনের উপর হামলা চালায় ছাত্রদলের আশরাফুল আলম আহাদ, শাহরিয়ার, আলী ও রেদওয়ানসহ ১৫-২০ জন। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে উভয় দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন- দুইপক্ষের মুখোমুখি অবস্থানের খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে। তবে সংঘর্ষের ঘটনার কথা অস্বীকার করেন তিনি।