ওসমানীনগরে ছিনতাইকালে ১১ ছিনতাইকারী আটক

r Pic-06-05-14বালাগঞ্জ প্রতিনিধিঃ ওসমানীনগরে ছিনতাইকালে ১১ ভাসমান ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ওসমানীনগর থানা পুলিশ ধাওয়া করে নবিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় গোপলারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। ঐ ছিনতাইকারীদের কবলে পড়ে ওসমানীনগরের ৪ব্যক্তি আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ভাসমান ছিনতাইকারীচক্র ঢাকা থেকে একটি মিনিবাস নিয়ে সিলেটে আসে। ছিনতাইকারীরা মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রী উঠিয়ে যাত্রীদের মালামাল জোরপূর্বক কেড়ে নিয়ে বিভিন্ন স্থানে নামিয়ে দিত। গতকাল সোমবার সিলেট থেকে পুনরায় ঢাকা যাওয়া উদ্দেশ্যে রওয়ানা হয়ে একই ভাবে ছিনতাই করতে থাকে। ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকা থেকে রাত ৮টার দিকে স্থানীয় তিনজন যাত্রী শাহজান মিয়া, রিপন দেব ও শ্যামল দেবকে উঠিয়ে চলন্ত গাড়িতে ব্যাপক মারপিট করে তাদের সাথে থাকা মালামাল কেড়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে তাদের এক এক করে ফেলে দিতে থাকে। এতে তারা আহত হন। স্থানীয় লোকজন বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ছিনতাইকারীর মিনিবাসটি পিছু নিয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতা নিয়ে নবীগঞ্জ থানার রুস্তমপুর টোল প্লাজার নিকট গোপলারবাজার এলাকা থেকে মিনিবাসসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে, শহিদুল ইসলাম পংকি, লিটন, সাদ্দাম, মহি উদ্দিন সরকার তামিম, রনি হোসেন, ফারুক, ইব্রাহিম, শাহিন আলম, রাসেল, সজিব কাজী, কামাল হোসেন। তারা বিভিন্ন জেলা ও থানা এলাকার বাসিন্দা। এব্যাপারে পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতরা ভাসমান ছিনতাইকারী।