তাহিরপুরে নদীর তীর কাটার অপরাধে ৩ যুবকে জেল হাজতে

tahirpur riverকামাল হোসেন,তাহিরপুরঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কাটার অপরাধে ৩ যুবককে আটক করে গতকাল মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করেছে তাহিরপুর থানাপুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন-জেলার জামালগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে দেলোয়ার মিয়া (৩০),তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও একই গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৪)।-থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেলে বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের র্পূব পাশে একটি ষ্টীল বর্ডি নৌকা নিয়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালূ উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ৩ যুবককে আটক করে থানায় নিয়ে যায় । পরে সোমবার রাত সাড়ে ১০টায় তাহিরপুর থানার এসআই শাহালম বাদী হয়ে আটককৃত তিন যুবকের বিরুদ্ধে বালি-মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০এর ১৫ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ৩, তারিখ ০৫/০৫/১৪ইং। উল্লেখ্য,
নিষেদ থাকা শর্তেও এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত যাদুকাটা নদীর তীর কেটে বালু বিক্রি কেটে বালু বিক্রি করে আসছে। এই সুবাধে গত রবিবার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীতে তীর কেটে বালু উত্তোলন করার এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে আব্দুল মজিদ নামের একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডা প্রদান করেন।