নগরীতে অবৈধভাবে ইজিবাইকের চার্জ ব্যবসা : সংযোগ বিচ্ছিন্ন
সুরমা টাইমস রিপোর্টঃ নগরীতে অবৈধভাবে ইজিবাইকের বিদ্যুৎ ব্যবহারের ‘চার্জ বাণিজ্য’ দায়ে পাঁচটি সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। শুক্রবার দুপুরে সংশ্লিষ্টরা নগরীর ঘাসিটুলা ও ডহর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ইজিবাইকে বিদ্যুৎ ব্যবহারের ‘চার্জ ব্যবসা’ অভিযোগে ১০ নং ওয়ার্ডের মোল্লাপাড়ার ময়না মিয়ার ও আক্তার হোসেনের গ্যারেজ, ঘাসিটুলার সিরাজ মিয়া ও দিলেক মিয়ার গ্যারেজ এবং ডহর এলাকার সাবাজ মিয়ার কলোনীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী জামাত আলী জানান, এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে ইজিবাইকের চার্জ ব্যবসায় ব্যবহৃত ৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। তিনি বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে প্রায়ই ট্রান্সফরমারগুলো বিকল হয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে মোল্লাপাড়া এলাকার ট্রান্সফরমার বিকল হয়ে পড়লে বিদ্যুৎ বিভাগের লোকজনের কাছে স্থানীয় লোকজন অবৈধভাবে ইজিবাইক চার্জের অভিযোগ তুলে ধরেন। এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়।