ওসমানীনগরে স্বেচ্ছাসেবক লীগ কর্মীর গলিত লাশ উদ্ধার
ওসমানীনগর প্রতিনিধিঃ ওসমানীনগরের স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্জুন ভৌমিক (২০) নামের ওই কর্মী ওসমানীনগর থানার গোয়ালাবাজার ইউনিয়নের পুরকায়স্থপাড়া গ্রামের মৃত নিলু ভৌমিকের ছেলে। সে বালাগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের সাবেক কোষাধ্যক্ষ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
অর্জুনের পারিবারিক সূত্রে জানা যায়, অর্জুন গত রবিবার বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির নিকটবর্তী মজনু মিয়ার একটি নির্মানাধীন কাচা ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশে পচন ধরে যাওয়ায় প্রথমে তাকে সনাক্ত করা যায়নি। পরে তার কাছে পাওয়া মোবাইল ফোন দেখে পরিবারের সদস্যরা অর্জুনের লাশ সনাক্ত করেন।
ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ জানান, অর্জুনের পরিবারের লোকজন লাশ চিহ্নিত করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যু রহস্য জানা যাবে।