সিসিক কাউন্সিলরদের গণস্বাক্ষর কর্মসূচিতে অনুপস্থিত কয়েস লোদী

City Councelors Sylhet 18-11-2014সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ষড়যন্ত্রমূলক ভাবে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সিটি কাউন্সিলরদের ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের নেতাকর্মীদের সাথে সিলেটের সর্বস্তরের জনগণ অংশ নেন।
প্যানেল মেয়র সিটি কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মখলিছুর রহমান কামরান, আজাদুর রহমান আজাদ, শাহানারা বেগম, দিনার খান হাসু, সিকন্দর আলী, রেজওয়ান আহমদ, আবজাদ হোসেন আমজাদ, এ বি এম জিল্লুর রহমান উজ্জল, তৌফিক বক্স লিপন, ছয়ফুল আমিন বাকের, মোশতাক আহমদ, ইলিয়াছুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, শান্তনু দত্ত শন্তু সালেহা কবির শেপী, আব্দুল জলিল নজরুল, নজরুল ইসলাম মুনিম, আব্দুল মুহিত জাবেদ, আব্দুর রকিব তুহিন, আমেনা বেগম রুমি, জাহানারা খানম মিলন, তাকবির ইসলাম পিন্টু, দিবা রাণী দে প্রমুখ। তবে এই কর্মসুচীতে কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ছিলেন না বলে জানা যায়।
প্রসঙ্গত, মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের সম্পূরক চার্জশিট থেকে বাদ দেওয়ার দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচী ঘোষণা করেন সিটি কাউন্সিলরবৃন্দ।
কর্মসূচীর মধ্যে আরো রয়েছে ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কাউন্সিলরদের উদ্যোগে সিটি কর্পোরেশনে কর্মবিরতি, ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় নগরভবন থেকে আলোর মিছিলসহকারে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, ২৭ নভেম্বর সিটি কর্পোরেশন হলরুমে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময়, ৩০ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ২ ডিসেম্বর সিটি পয়েন্টে গণসমাবেশ এবং পরবর্তী কর্মসূচী ঘোষণা।