রোগীনিকে যৌন নিপীড়নকারী সেই চিকিৎসক শ্রীঘরে
সুরমা টাইমস রিপোর্টঃ রোগীনিকে যৌন নিপীড়নকারী সেই চিকিৎসকে শ্রীঘরে পাঠিয়েছে আদালত। চিকিৎসকের নাম ডা. জোবায়ের আহমদ। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারস্থ নোভা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাবের চিকিৎসক ছিলেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে জামিন নিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ করা নির্দেশ দেয়।
জানা যায়, গত ৬ এপ্রিল বিয়ানীবাজার উপজেলার নাটেশ্বর গ্রামের এক প্রবাসীর স্ত্রী চারখাই বাজারস্থ ডা. জোবায়েরের চেম্বারের যান। রোগের বিবরণ শুনে ডা. জোবায়ের ওই মহিলাকে প্রস্রাব পরীক্ষার জন্য পার্শ্ববর্তী নোভা ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। প্রস্রাব পরীক্ষার পর ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কর্মচারী আনিসুজ্জামান নয়ন রিপোর্ট রোগীকে না দিয়ে ডা. জোবায়েরের কাছে নিয়ে আসেন। প্রস্রাব পরীক্ষার রিপোর্ট জানতে ওই মহিলা ফের চিকিৎসকের কাছে গেলে তিনি সাথে থাকা স্বজনদের চেম্বারের বাইরে যেতে বলেন।
এরপর তিনি রোগীনিকে ভেতরে রেখে চেম্বারের দরজার সিটকিনি আটকে দেন। একপর্যায়ে ডা. জোবায়ের ওই রোগীনিকে চেম্বারের ভেতর ধর্ষনের চেষ্টা চালান। এসময় রোগীনি চিৎকার দিলে চেম্বারের বাইরের থাকা লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে ওই মহিলা বাদি হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আজ সোমবার ওই মামলা জামিন নিতে এলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে জামিন নিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ করা নির্দেশ দেয়। তবে অপর আসামী আনিসুজ্জামান নয়ন আদালতে উপস্থিত হননি।