বিশ্বনাথে পুলিশের সাথে ডাকাতদের গুলাগুলি : ওসিসহ তিন পুলিশ আহত : অস্ত্রসহ ৩ ডাকাত আটক

Biswanath Pic 30.04.14বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশের উপর গুলি চালিয়ে হামলা করলে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেনসহ ৩ পুলিশ সদস্য আহত হন। এসময় অস্ত্রসহ ৩ কুখ্যাত ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃত ডাকাতরা হলো-বিশ্বনাথ উপজেলার তবলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে দুদু মিয়া উরফে কানা দুদু (৩২), জালালাবাদ থানার পাইকরাজ (শিবেরবাজার) গ্রামের রফিকউদ্দিনের ছেলে আজিরউদ্দিন কাউসার (২৭) ও কোম্পানীগঞ্জ থানার সিতারবাড়ী গ্রামের কছির মিয়ার ছেলে নয়ন (৩৫)।-ডাকাতদের হামলায় আহতরা হলেন-বিশ্বনাথ থানার এস.আই টিপু সুলতান ও কনষ্টেবল এম.এ.আজিজ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে ডাকাতরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, পোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশ জানতে পেরে রাত প্রায় দেড় টায় ডাকাতদের হানা দেয়। এসময় পুলিশের

উপস্থিতি ঠের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে ও পুলিশের উপর আক্রমণ করতে থাকে। পুলিশ ও ডাকাতদের লক্ষ করে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কুখ্যাত ডাকাত সর্দার দুদু মিয়া উরফে কানা দুদু, আজিরউদ্দিন কাউসার ও নয়ন কে আটক করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত ১টি এয়ারগান, ১টি চায়নিজ কুড়াল ও ১টি দা উদ্ধার করে পুলিশ। আহত ডাকাতদেরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।