আন্তর্জাতিক নৃত্যদিবসে ঢাকা শিপ্লকলায় সিলেটের এমকা

DSC_1053 copyসুরমা টাইমস বিনোদনঃ আন্তর্জাতিক নৃত্যদিবসে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজিত ঢাকা শিল্পকলা চিত্রশালায় অনুষ্টিত হয় ৬দিন ব্যাপী নৃত্য উৎসব। চিত্ত মম বিকশিত হোক নৃত্যেও তালে তালে স্লোগানটিকে সামনে রেখে আন্তর্জাতিক নৃত্যদিবসে ৫ম দিন ২৮ এপ্রিল রাত ৮ঘটিকায় সিলেটের একাডেমি ফর মনিপুরি কাল্চারাল এন্ড আর্ট ( এমকা ) নৃত্য নিয়ে অংশ গ্রহন করে। কৃষ্ণ কলির গাওয়া “নাচতকালী উঠানে নাচো” গানটিতে করিওগ্রাফ করেন, সান্তনা দেবী। BIMOL KAR PIC 30-4-14নৃত্যটিতে অংশ গ্রহক করে অনিক, সন্দিপা, পিংকি, সৃজনী, অন্যা ও প্রিয়াশ্রী কর পিউ। মনমূগ্ধকর নৃত্যটি পরিবেশনের পর নৃত্যশিল্পী তাবাসুম আহমেদ মঞ্চে এসে গুনিনৃত্যশিল্পী লায়লা হাসানের মাধ্যমে এমকা সংগঠনকে একটি ক্রেষ্ট উপহার প্রদান করেন। উল্লেক্ষ্য যে গত ২৯ এপ্রিল সিলেট জেলা শিল্পকলা আয়োজিত নৃত্য দিবসে শাহী ঈদ গাহস্থ শিল্পকলায় রাত ৮ঘটিকায় “নাচতকালী উঠানে নাচো” গানটিতে নৃত্য পরিবেশন করে একাডেমি ফর মনিপুরি কাল্চারাল এন্ড আর্ট ( এমকা )।