মেয়র আরিফের অবস্থার উন্নতি : কেবিনে স্থানান্তর

arif at hospitalসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। বর্তমানে তার হার্টবিটও স্বাভাবিক রয়েছে। মেয়রকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এইচডিইউ কক্ষ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে। তবে মেয়রের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার স্বার্থে দর্শনার্থীদের ভিড় কমানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা।
এদিকে শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করেছেন সিলেটের বরেণ্য চিকিৎসক ও সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম এ রকিব। এছাড়াও দেখা করেছেন বিএনপির শীর্ষ নেতা বরকত উল্লাহ বুলু, গাজীপুরের মেয়র এম এ মান্নান, কুলাউড়ার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদসহ আরও অনেকে।
মণিপুরী সম্প্রদায়ের প্রার্থণা : এদিকে সাগরদিঘীরপাড় মণিপুরী শশ্মানঘাট কালিমন্দিরে অমবস্যা কালীপূজায় মেয়র আরিফুল হক চৌধুরীর আশু রোগমুক্তির জন্য সোমবার রাতে প্রার্থণা করা হয়। প্রার্থণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগরদিঘীরপাড় মণিপুরী শশ্মানঘাট পরিচালনা কমিটির সভাপতি ইন্দ্রমনি সিংহ।
শশ্মানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দ্বিগেন সিংহের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ক্ষীর সিংহ, কান্ত সিংহ, অতুল সিংহ, বানা সিংহ, অনিল সিংহ, পঞ্চু সিংহ, উত্তম সিংহ রতন, বিরাজ সিংহসহ আরও অনেকে। প্রার্থণা পরিচালনা করেন বিধু ভুষন চক্রবর্ত্তী।