ঝড়ে লণ্ডভণ্ড শাবি ক্যাম্পাসের গাছ

SUST Tree fallen by stormসুরমা টাইমস রিপোর্টঃ ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দুই শতাধিক গাছ। রোববার মধ্যরাতের দিকে ঝড় শুরু হয়। প্রায় দেড় ঘন্টা স্থায়ী এ ঝড়ের দমকা বাতাসে ভেঙে গেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, মিলনায়াতন ও আশপাশের টিলার অধিকাংশ গাছ । উপড়ে গেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-বি ও কেন্দ্রীয় খেলার মাঠের সামনের বড় দুটি গাছ। এ ছাড়া দমকা হাওয়ায় উড়ে গেছে ক্যাম্পাসের ভেতর অবস্থিত বেশ কয়েকটি খাবারের দোকান। ঝড়ের কারণে ক্যাম্পাসের ভেতরে অনেক স্থানের বিদ্যুতের তার ছিড়ে যায়।  এতে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল  পুরো ক্যাম্পাস।