সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট চেম্বার অব-কমার্সের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্ধারন করা হয়েছে। গতকাল বৃহস্পিতিবার সন্ধ্যায় সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনার ও চেম্বার প্রশাসকের উপস্থিতিতে ওই ৩ পদ নির্ধারন করেন নির্বাচিত পরিচালকরা। এ সময় সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি মামুন কিবরিয়া সুমন ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ আহমদ চৌধুরী। সন্ধ্যায় তাদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান। এ সময় চেম্বারের প্রশাসক এজেডএম নুরুল হক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বুধবার হরতালের মাধ্যে উৎসবমুখর পরিবেশে চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোটাররা ভোট প্রদানের পর সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচিত ২২ পরিচালকে নাম ঘোষণা করা হয়।