ফকির হাসান ছাতক থেকে: ছাতকে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে দুটি প্যানেলে ১১পদের বিপরীতে ২২প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। গতকাল রোববার দুপুরে সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার নেতৃত্বাধিন প্যানেলে ১১পদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৪জুন মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করার শেষ তারিখ ৩০এপ্রিল। যাচাই-বাছাই ৪মে, আপিল ৬মে, নিস্পত্তি ৭মে ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১মে নির্ধারণ করা হয়েছে। প্রতিক বরাদ্ধ দেয়া হবে ২৪মে।