শ্রীমঙ্গলে গৃহবধূর লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বপ্না দেব (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত স্বপ্না দেব আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের পবিত্র দেবের স্ত্রী। আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জানান, সকালে তার নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে