মৌলভীবাজারে স’মিল শ্রমিক সংঘের সভা
অবিলম্বে মজুরি বোর্ডের মাধ্যমে বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণার দাবি
স স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক সভায় স’মিল শিল্প সেক্টরে সরকার গঠিত নি¤œতম মজুরি বোর্ডের মাধ্যমে অবিলম্বে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রম আইন বাস্তবায়ন ও শ্রীমঙ্গলে শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানানো হয়। ২০ জুন শুক্রবার সকাল ১০ টার সময় চৌমুহনাস্থ কার্যালয়ে স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি মোঃ মতিউর রহমান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন মিলন, ক্রীড়া সম্পাদক মোস্তাক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসন, সদস্য শামসুল ইসলাম ও মজিদ বক্ত। এছাড়াও সভায় বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া , কমলগঞ্জ উপজেলা কমিটির দপ্তর সম্পাদক শিমুল মল্লিক, সদস্য বাছিদ মিয়া, বড়লেখা উপজেলা কমিটির সহ-সভাপতি মইন মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ,জুরী উপজেলা কমিটির নেতা মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
সভায় মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে আগামী ২৭ জুন জুরীতে সমাবেশ এবং ঈদ বোনাসের দাবিতে আগামী ২২ জুন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।