টাঙ্গুয়ার হাওরে মাছ লোট, থানায় অভিযোগ

TANGUAR HAORকামাল হোসেন,তাহিরপুরঃ দেশের দ্বিতীয় রামসার সাইট ও মাদার ফিসারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের হাতিরগাতা বিল থেকে মাছ লোটের সময় বাঁধা দিলে হাতিরগাতা ক্যাম্পের কমিউনিটি গার্ডদের মারপিটের আভিযোগ পাওয়া গেছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, বাংলাদেশ সরকার কর্তৃক পরিবেশগত সংকটার্পূন এলাকা ও রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের হাতিরগাতা বিলে বিগত ২২ শে এপ্রিল রাত সাড়ে ১১ টার সময় ইন্দ্রপুর গ্রামের সুনীল র্বমনের ছেলে দ্বীনবন্ধু র্বমন, মৃত করম আলীর ছেলে আনোয়ার হোসেনসহ ২০-২৫ জন মিলে অবৈধভাবে জাল ও কোচ দ্বারা রুই, কাতল, বোয়ালসহ বিভিন্ন জাতের প্রায় ২ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এসময় কমিউনিটি র্গাডের সুপারভাইজার অখিল দাস সহ কমিউনিটি র্গাডরা তাদেরকে বাঁধা দিলে মাছ ডাকতরা অখিলসহ কমিউনিটি র্গাডদের মারপিট করে। পরে হাতিরগাতা ক্যাম্পে আক্রমন করে এবং ক্যাম্পে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে । এঘটনায় সুপারভাইজার অখিল দাস বাদী হয়ে ইন্দ্রপুর গ্রামের সুনীল র্বমনের ছেলে দ্বীনবন্ধু র্বমন(৩৩), মৃত করম আলীর ছেলে আনোয়ার হোসেন(২৭), দেলোয়ার হোসেন(২৫), আকবর আলী(৩২), আব্দুর নুরের ছেলে সুবেল মিয়া(২২), সুণীল র্বমন মন্টুর ছেলে জগবন্ধু র্বমন(২৭), নরেশ দাসের ছেলে মতি দাস(২৮), উমেদ দাসের ছেলে অনল দাস, বীরন্দ্র র্বমনের ছেলে ধীরেন্দ্র, করম আলীর ছেলে মনির হোসেন, সহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাত রেখে গত ২৪ এপ্রিল তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যপারে তাহিরপুর থানার ওসি আনিছুর রহমান খান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত র্পূবক এদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।