তাহিরপুরে ফুটবল খেলা নিয়ে সংর্ঘষে আহত ২০

fightকামাল হোসেন, তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ফুটবল খেলার জের ধরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে কমপক্ষে ২০ আহত হওয়া খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী নয়াবন্দ গ্রামের ফুটবল খেলার মাঠে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, গত একমাস যাবৎ নয়াবন্দ খেলার মাঠে একটি ফুটবল টুর্নমেন্ট খেলা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকাল ৪ টার সময় নয়াবন্দ একাদশ ও তরঙ্গ একাদশের মধ্যে টুর্নমেন্টের ফাইনাল খেলা শুরু হলে তরঙ্গ একাদশ নয়াবন্দ একাদশকে একটি গোল করলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর কিছুক্ষন পর নয়াবন্দ একাদশ তরঙ্গ একাদশকে পাল্টা গোল করলে এসময় রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ এনে দু’দলেই মুখমুখি অবস্থান নেয় এবং সংর্ঘষ বাঁেধ। এতে ২০ জন আহত হয়। আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে আবরও এরই জেরধরে শেদীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নয়াবন্দ, তরঙ্গ, শিবরামপুর ও শ্রীপুর ওই ৪ গ্রামের লোকের মধ্যে সংর্ঘষ বেঁেধ যায়।এ সংর্ঘষ প্রায় ২ ঘন্টা চলার পর খরব পেয়ে সন্ধায় তাহিরপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যপারে তাহিরপুর থানার ওসি আনিছুর রহমান খান বলেন, সংর্ঘষের খবর পেয়ে আমরা তাৎক্ষনি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। তবে কোন হতাহতে ঘঠনা না গঠলেও বেশ কিছু লোক আহত হয়েছে।