তাহিরপুরে মাওলানা হারুনুর রশীদ আহমদী আর নেই

Pic Maolana Harunসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের বিশিষ্ট আমীর আলহাজ্ব আলী আহমদের জেষ্ঠ পুত্র বৃহওর সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বিশিষ্ট আলেম , ইসলামী চিন্তাবিদ ও লেখক আলহাজ্ব হযরত মাওলানা হারুনুর রশীদ আহমদী বৃহস্পতিবার ভোর রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি—উয়ারাজিউন) মৃত্যুকালে উনার বয়স হয়েছিল (৫৩) বছর। জেলা ইমাম মুয়াজ্জিম পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা হারুনুর রশীদ আহমদী সুনামগঞ্জ জেলা সদরের ষোলঘর কাজির পয়েন্ট গম্বুজ ওয়ালা জামে মসজিদের ইমাম ও খতিব এবং হাসননগর মাদরাসার প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , ২ ছেলে , ৩ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর জেলা সদরের পুরাতন কোর্ট মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও তাহিরপুরের কাউকান্দি বাজার মাদরাসা প্রাঙ্গনে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি চরগাঁওস্থ পারিবারীক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। হযরত মাওলানা হারুনুর রশীদ আহমদীর মৃত্যুতে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের আলেম ওলামা সমাজ সহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের প্রথম ও দি¦তীয় জানাজায় সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আলেম, ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ সর্বস্থরের ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।