তাহিরপুরে ওয়াজ মাহফিলে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৩০

tahirpurকামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ওয়াজ মাহফিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি গটেছে গতকাল শুক্রবার রাত ১১টায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজার মাঠে। পুলিশ ও স্থানীয়রা জানায়,ওয়াজ মাহফিলে বক্তাদের পাঠ করা বক্তব্য কে কেন্দ্র করে ওয়াহাবি ও সুন্নি গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। তারই জের ধরে দুইগ্রপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংঘর্ষের ঘটনাটি সালিশের মাধ্যমের সমাধানে আলোচনা চলছে।