তাহিরপুরে চোরাই কয়লা আনতে গেিয় বিএসএফ হাতে ৭টি বারকী নৌকা আটক

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকার যাদুকাটা নদী দিয়ে ভারতের ঘোমাঘাট এলাকা থেকে চোরাই কয়লার আনতে গেলে বাংলাদেশী ৭টি বারকী নৌকা আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত নৌকার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। স্থানীয়রা জানায়-গতকাল সোমবার ভোররাতে লাউড়েরগড় গ্রামের বিজিবি সোর্স পরিচয়ধারী ডিভিন মিয়া হরফে জমির উদ্দিন(৩০) বিজিবি ক্যাম্পের নামে প্রতি নৌকা থেকে ৩ শত টাকা ও প্রতি চোরাই কয়লার বস্তায় ১শত টাকা করে বিজিবির চোখ ফাকি দিয়ে ১০ থেকে ১৫টি নৌকা যাদুকাটা নদী দিয়ে কয়লা আনার জন্য ভারতে ঘোমাঘাট এলাকায় পাঠায়। এসময় বিএসএফ তাড়া করে ৭টি বারকী নৌকা আটক করে। এবং শ্রমিকরা আরও ৭-৮ টি নৌকা নিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয় । এব্যাপারে আটককৃত নৌকার মালিক লাউড়েরগড় গ্রামের শ্রমিক সাবুল মিয়া,শাজাহান মিয়া,একলাছুর রহমান বলেন-৫শত টাকা দিয়ে আমরা প্রতিদিনের মতো কয়লা আনতে গিয়েছিলাম। কিন্তু বিএসএফ তাড়া করে ৭টি নৌকা আটকের পর সাঁতরিয়ে কোন রকম পালিয়ে বাংলাদেশে আসি। এ ব্যপারে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ইমাম হোসেন এর সাথে যোগাযোগ করা হলে টাকা নিয়ে নদী দিয়ে ভারত থেকে কয়লা আনার বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। যারা এসব কথা বলছে সব ভুয়া। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন,নৌকা আটকের বিষয়টি তদন্ত করে দেখব, তবে সীমান্ত চোরাচালন প্রতিরোধে আমাদের অভিযান সব সময় অব্যাহত রয়েছে।