কামাল হোসেন,তাহিরপুরঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে আটক ৫বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। এউপলক্ষে গতকাল শনিবার দুপুরে বাগলী সীমান্তের ১১৯৩এর ৩এস পিলার সংলগ্ন স্থানে বিজিবি-বিএসএসের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের পক্ষে সুনামগঞ্জ ৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ বীরেন্দ্রনগর কোম্পানী কমান্ডার সুবেদার রওশন ও ভারতের শীলং ৭ ব্যাটালিয়ন বিএসএফের বাগলী ক্যাম্প ইনর্চাজ এসি পাসিং নেতৃত্ব দেন। ফেরতকৃত বাংলাদেশীরা হলেন-জেলার মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত পরিমল হাজংয়ের ছেলে সুকেশ হাজং(৩৪),একই গ্রামের নিতাই হাজংয়ের ছেলে হিরক হাজং(৩৭),মৃত নিরেট হাজংয়ের ছেলে দিলীপ হাজং(২৫),মহাদেব হাজং(২৮) ও নেত্রকোনা জেলার কমলাকন্দা উপজেলার ল্যাংগুড়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের মৃত গরগা নাথ হাজংয়ের ছেলে ইরেন্দ্র হাজং(৩২)।- জানাযায়,গত ১৫মার্চ কাজের সন্ধানে ৫বাংলাদেশী বাগলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
এই বিভাগের অন্যান্য সংবাদ
তাহিরপুরে বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন’ যেন শুভংকওে ফাঁিক
এপ্রিল ১০, ২০১৬ ৭:২৬ পূর্বাহ্ন